1 |
প্রভাষক(আইসিটি) |
(ক) সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ সমতুল্য জিপিএ/সিজিপিএ)।
(খ) প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে।
|
(গ্রেড—৯)
২২,০০০—৫৩,০৬০/- |
1030.0 |
আবেদন করুন
|
2 |
সহকারী শিক্ষক—১৮ |
সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম অনার্সসহ মাস্টার্স। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য জিপিএ/সিজিপিএ।
|
(বিএড সহ—গ্রেড—১০)
১৬০০০—৩৮৬৪০/-
(বিএড ছাড়া—গ্রেড-১১)
১২৫০০—৩০২৩০/- |
1030.0 |
আবেদন করুন
|
3 |
এডমিন ইনচার্জ-০১ |
ক) স্বীকৃত বিশ^বিদ্যালয় হতে যে কোনো/সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ সহ স্নাতক (সম্মান)।
(খ) শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/ সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
(গ) অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য (সেনাবাহিনীর শিক্ষা কোরের প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে)।
(ঘ) কম্পিউটার চালনায় দক্ষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
|
(গ্রেড—১০)
১৬০০০—৩৮৬৪০/-
(অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে নিয়োগ চুক্তিভিত্তিক) |
1030.0 |
আবেদন করুন
|
4 |
নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর—০১ |
শিক্ষা বোর্ড হতে এইচএসসি/ সমমান। কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
|
(গ্রেড—১৬)
৯,৩০০—২২,৪৯০/- |
530.0 |
আবেদন করুন
|
5 |
ড্রাইভার—০২ |
(ক) এসএসসি পাশ।
(খ) ভারী/হাল্কা যানবাহন চালাতে দক্ষ ও বৈধ লাইসেন্সধারী।
(গ) অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেয়া হবে।
|
ভারি লাইন্সধারী
(গ্রেড—১৫)সে
৯,৭০০—২৩,৪৯০/-
হাল্কা লাইসেন্সধারী
(গ্রেড—১৬)
(৯,৩০০—২২,৪৯০) |
530.0 |
আবেদন করুন
|
6 |
আয়া (মহিলা)-০৪ পরিচ্ছন্নতা কর্মী—০২ |
৮ম শ্রেণি/জেএসসি পাশ।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
|
(গ্রেড—২০)
৮২৫০—২০০১০/- |
530.0 |
আবেদন করুন
|