Teachers Recruitment Exam - 2025 - PCPSC/10/2025
আবেদন শুরু: 08/08/2025 শেষ সময়: 15/09/2025 নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রমিক বিষয় ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও গ্রেড আবেদনপত্র মূল্য (ব্যাংক চার্জ সহ) আবেদন করুন
1 সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা): বাংলা-০৬, ইংরেজি-০২, গণিত-০২, ইসলাম ও নৈতিক শিক্ষা-০১, পদার্থবিজ্ঞান-০১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর /সমমান ডিগ্রী। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন গ্রেড: ১০ম (১৬০০০-৩৮৬৪০) 530.0 আবেদন করুন
2 শারীরিক শিক্ষা- ০২ (১ X পুরুষ, ১ X মহিলা) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর /সমমান ডিগ্রী/ বিপিএড ডিগ্রি। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন গ্রেড: ১০ম (১৬০০০-৩৮৬৪০) 530.0 আবেদন করুন
3 ক। সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম): ইংরেজি-০২,বিজ্ঞান-০১ ১। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রী। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। ২। ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়ামে শিক্ষকতার ক্ষেত্রে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা এবং ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম এ পাঠদানে সক্ষমতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ক। বেতন গ্রেড: ১০তম (১৬০০০-৩৮৬৪০) এবং ইংলিশ ভার্সন/ মিডিয়াম ভাতা 530.0 আবেদন করুন
4 খ। সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা): নৃত্য-০১ নৃত্য ১। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রী। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। খ। বেতন গ্রেড: ১১তম (১২৫০০-৩০২৩০) 530.0 আবেদন করুন
5 সাইকোলজিস্ট-০১ (চুক্তিভিত্তিক) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর /সমমান ডিগ্রী। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আলোচনা সাপেক্ষে 530.0 আবেদন করুন